You are currently viewing ইমাম মাহদি আঃ সম্পর্কে অবাক করা তথ্য !!!!

ইমাম মাহদি আঃ সম্পর্কে অবাক করা তথ্য !!!!

ভালো লাগলে শেয়ার করুন

ইমাম মাহদি আঃ সম্পর্কে অবাক করা তথ্য !!!!
ইমাম মাহদী (আঃ) আগমণের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা (ধুমকেতু) উদিত হইবে । ইমাম মাহদী (আঃ) আগমনের পূর্বে রমজান মাসে মোট দুইবার ভূমিকম্প হইবে ।
আল হাদীস ( কিতাব আল ফিতান : ৬৪২ )
এই হাদিসটির প্রথম বিষয়টির বাস্তব প্রমান যদি পেতে চান তাহলে দয়া করে রাতে আকাশের দিকে তাকান ৷ তাহলেই প্রমান পেয়ে যাবেন ৷ এখানে জুলফি নামক যেই তারকার কথা বলা হয়েছে সেই তারকা আকাশে জ্বলজ্বল করছে ৷ প্রতিদিন সন্ধার পর থেকে সারারাত এই তারকাটিকে আকাশে দেখা যায় ৷ মাঝে মাঝে চাঁদের পাশে একটা তারকাই জ্বলতে দেখা যায় ৷ যেই তারকার ঊজ্জলতা অন্য সকল তারকার থেকে অনেক গুনে বেশি ৷ আকাশের দিকে তাকিয়ে যেই তারকাটা দেখবেন সবচেয়ে উজ্জল এবং এর মত আর কোনো তারাই আকাশে নেই ৷ এতটাই উজ্জল সেই তারাটা ৷ আর এটাই ইমাম মাহদি আঃ এর আগমেনর সবচেয়ে বড় আলামত ৷ এই তারাটিই প্রমান করে যে ইমাম মাহদি আঃ এর জন্ম হয়ে গেছে অনেক আগেই ৷ শুধু তার প্রকাশ হওয়া বাকি আছে ৷ এই তারকাটি উদিত হয়েছে ইমাম মাহদি আগমনের অনেক পরে ৷ এটই সেই জুলফি নামের তারকা ৷ এটিই ইমাম মাহদি আঃ এর আগমনের বাস্তব প্রমান ৷ এই তারকাটি বেশি দিন আগে উদিত হয় নি কয়েক বছর আগে এই তারকাটি উদিত হয়েছে ৷ আমি এই তারকাটি আকাশের দিকে তাকিয়ে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি ৷ আপনারা এই তারকাটি দেখে ভালো করে গবেষনা করে এর আরো বিস্তারিত মানুষের মাঝে আলোচনা করুন ৷ আর দ্বিতীয় বিষয়টি হল ভুমিকম্প ৷
ইমাম মাহদি আঃ আগমনের পুর্বে রমজান মাসে দুইবার ভুমিকম্প হবে ৷ এই বিষয়ে জানতে ও বোঝতে হলে দেখতে হবে গত কয়েক বছরের রমজান মাসের খবর ৷ যেহেতু তারকার বিষয়টি বাস্তবায়িত হয়ে গেছে সেহেতু ভুমিকম্পের বিষয়টিও ঘটে গেছে ৷ দুইবার হয় তো ভুমিকম্প হয়ে গেছে ৷ আর যদি না ভুমিকম্প না হয়ে থাকে তবে সেই ঘটনাও আগামি কয়েক বছরে ঘটে যাবে ইনশাআল্লাহ ৷ সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে ইমাম মাহদি আঃ এর জন্ম নিশ্চিত যে হয়ে গেছে ৷ মনে হয় আগামি কয়েক বছরের মধ্যে তিনি সারা বিশ্বে প্রকাশ হয়ে যাবে ৷ সুতরাং এটাই সেই সময় যেই সময়ের জন্য শতশত বছর মুসলিম জাতি অপেক্ষা করে আসছে ৷ এটাই দাজ্জালের জামানা ৷ সুতরাং আর দেরি নয় এক্ষনি সময় মানুষের মাঝে দাজ্জালের আলোচনা করার ৷ এখনি সময় দাজ্জালের সঠিক পরিচয় মানুষের মাঝে তুলে ধরার ৷ তাই দ্বিনের সকল কাজের পাশাপাশি মানুষকে দাজ্জাল সম্পর্কে বোঝানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার ৷ তাই সবাইকে অনুরোধ করবো যে আপনারা মানুষের মাঝে দাজ্জালের আলোচনা বেশি বেশি তুলে ধরুন ৷
এবং ইমাম মাহদি আঃ এর সাথে যুদ্ধ করার জন্য মানুষকে তৈরি হতে আহবান করুন ৷ আল্লাহ আমাদের সবাইকে ইমাম মাহদি আঃ এর সাথে সামিল হয়ে দ্বীন কায়েমের জিহাদে অংশ গ্রহন করার তৌফিক দান করুন ৷
আমিন – আমিন – আমিন


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply