You are currently viewing ইসরায়েল ধ্বংস হওয়া নিয়ে বিশ্ব নেতাদের  যে হিডেন বার্তা দিল নেতানিয়াহু।

ইসরায়েল ধ্বংস হওয়া নিয়ে বিশ্ব নেতাদের যে হিডেন বার্তা দিল নেতানিয়াহু।

ভালো লাগলে শেয়ার করুন

নেতানিয়াহুর একটা মন্তব্য দেখলাম। তিনি বললেন তার রাষ্ট্রের পতন হলে না-কি কি পুরো বিশ্বের পতন হবে। আচ্ছা বলুন তো আপনারা তার এ মন্তব্য নিয়ে কি  কি ভেবে রেখেছেন ? বাস্তবতা হচ্ছে  এখানে বিরাট এক হিডেন মেসেজ রয়েছে।

 

তিনি মুলত সাম্রাজ্যবাদীদেরকে একটা মেসেজ ডেলিভারি  দিলেন। বিশেষ করে আমেরিকা সহ পারোমানবিক সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে!!!এ মন্তব্যের টোটাল ব্যাখ্যা হল  তিনি জানিয়ে দিলেন!! আমাদের জন্য সহযোগিতা বাড়াও, যদি আমরা স্থল যুদ্ধে হেরে যাই তবে তোমাদের মজুদে  সাথে থাকা সব পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে দিব। কখনো কি চিন্তা করে দেখেন নি? ক্যাথলিকদের উত্থান আর আমেরিকা কেন তাদের জন্য এত আলগা পিরিত দেখায়?

 

আবার ও বলছি ইজরায়েল কিন্তু ভয়ে আছে।আর যদি স্থল যুদ্ধে তাদের সত্যি পরাজয়ের আশঙ্কা থাকে!! তবে সারা বিশ্ব তারা পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দিবে।বেপরোয়া উন্মাদ জাতির শাস্তি নির্ধারিত এটাকে সম্ভবত জমিনি গজব বলে, ওই যে বললাম না এই ফিলিস্তিনের রাপাহ সমগ্র জাতির পরীক্ষা ছিল।

 

মনে রাখবেন পরাশক্তিদের পরমাণু কেন্দ্রগুলোতে মোসাদেস লোক থাকা স্বাভাবিক বিষয়।ইশারাতেই তালা খুলবে।

আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিক।

সাইদুল ইসলাম সজীব

৩১/১০/২০২৪

আখরুজ্জামান নিয়ে আরো জানতে যোগ দিন আমার ইউটিউব, ফেসবুক পেজ  ও টেলিগ্রামে।


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply