You are currently viewing ইসলামপন্থীদের জন্য আওয়ামী লীগ ও বিএনপি চ্যালেঞ্জ

ইসলামপন্থীদের জন্য আওয়ামী লীগ ও বিএনপি চ্যালেঞ্জ

ভালো লাগলে শেয়ার করুন

আওয়ামী লীগ বিএনপির মধ্যে মৌলিক পার্থক্য কই?

সুদ হারাম,ঘুষ হারাম, কুরআন বিরোধী সকল আইন কানুন হারাম।হালাল হারাম নিয়ে আমাদের আলেম শ্রেণি হাজার হাজার বক্তব্য দিচ্ছেন, কিন্তু হারাম কাজ কি বন্ধ হচ্ছে?বন্ধ তখনই হবে যখন আমরা হারামের ছিদ্রপথ বন্ধ করতে সক্ষম হব।

আলেমদের মধ্যে ঐক্য নেই, আচ্ছা সেটা না হলে ও এদেশের সকল আলেমরা অন্ততপক্ষে এতোটুকু কাজ করুক!! জামায়াতকে তো অনেকে জোসের ঠেলায় কাফের ও বলেন। কিন্তু সুদ, ঘুষের বৈধতা , যাবতীয় অন্যায় অনাচার, কোরআন বিরোধী আইন যে দলগুলো প্রতিষ্ঠা করে সেসব দল করা কি আরাম?
হালাল হারাম একসাথে চলতে পারে না, যদি হারামকে নিশ্চিহ্ন করতে হয়, তবে হারাম আসে যে ছিদ্র থেকে সে ছিদ্রপথ ও বন্ধ করতে হবে

(সবাই মিলে সম্মিলিতভাবে ফতোয়া দিক) ব্যক্তিকে তাকফির না করে, আওয়ামী লীগ বিএনপি সহ মানব রচিত সকল দল করা হারাম এই মর্মে ফতোয়া আসুক এবং তা সর্বোচ্চ প্রচার হোক।দেখবেন ইসলামী বিপ্লব অনেকটাই এগিয়ে যাবে। মনে রাখবেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ আছে কিন্তু যথেষ্ট জ্ঞান নেই। আর এ দায়ভার আলেমদের ও ।

ইমামরা মসজিদে আলোচনা করুন, বক্তারা মাহফিলের মঞ্চে কথা বলুক,সেমিনার হোক, লিফলেট বিতরণ হোক, লেখকরা বই অথবা সোশ্যাল মিডিয়ায় লিখুক।
আপসোস এতটুকু কাজ আমাদের দিয়ে হচ্ছে না। কারণ মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি করবে কাকে তাহলে?

যে মসজিদের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগ বিএনপি অথবা যে কোন মানব রচিত দলের সাথে জড়িত, সে মসজিদের ইমামতি ছেড়ে দেন, রিজিকের মালিক আল্লাহ।শ্রোতাদেরকে বলব যেসব মাহফিলের সভাপতি আওয়ামী লীগ, অথবা বিএনপি, যে কোন মানব রচিত দলের সাথে জড়িত,আর তাদের হারাম অর্থ দিয়ে অনুষ্ঠিত মাহফিল গুলো বয়কট করুন।ভক্তরা এ কাজ দায়িত্ব নিয়ে করতে হবে , না হয় ওইসব বক্তাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে।

উদ্দেশ্য যদি টাকা কামানো হয় তবে আর কি বলবো। যুবকরা এগিয়ে আসুন মসজিদ ও সেমিনার ভিত্তিক প্রোগ্রাম শুরু করুন। আমি কিছুদিন আগে বলেছি এদেশের ওয়াজ মাহফিল গুলো ইসলামী বিপ্লবের পিছনে সবচেয়ে বড় বাধা, আমি সেখানে কেয়ামতের আলামতের দৃশ্য দেখি।

জুলাই বিপ্লবের পর বিএনপির ব্যবহার দেখে অবাক হইনি। এটাই তো হওয়ার কথা,আমরা যারা আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠার আন্দোলন করি,তাদের সাথে আমাদের সংঘাত হওয়াটা তো স্বাভাবিক,নবীর আদর্শ এবং বঙ্গবন্ধু, জিয়ার আদর্শ তো এক নয় ।

আমি বিএনপিকে আওয়ামী লিগের ছেয়ে এ কারণে এগিয়ে রাখি,

বিএনপির তৃণমূল পর্যায়ের বিশাল একটা অংশ, আল্লাহ এবং তাঁর রাসূলকে ভালোবাসে। কিন্তু তাদের অন্তরে পর্দা লেগে গেছে,আমাদের সেসব ভাইদের জন্য দোয়া ও দাওয়াতি কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। কথা পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন।

ইনিল হুকমু ইল্লা লিল্লাহ
সৃষ্টি যার আইন চলবে তার।
(সুরা আন আম ৫৭)

আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন না চলে, তবে তোমার দলের আইন চলবে? হে বন্ধু তোমার বুঝ হবে কবে? তোমার তো একটা দল আছেই সে দলের নাম (মুসলমান) তবে তুমি কেন ভিন্ন দলের কর্মী হতে চাও? আল্লাহর শক্তি কি যথেষ্ট নয়?

সাইদুল ইসলাম সজীব
০১/১/২০২৫


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply