You are currently viewing গণতন্ত্র  ইসলামী আন্দোলনের কর্মীদের কোয়ালিটি নষ্ট করে

গণতন্ত্র ইসলামী আন্দোলনের কর্মীদের কোয়ালিটি নষ্ট করে

ভালো লাগলে শেয়ার করুন

প্রচলিত গণতান্ত্রিক চর্চা ইসলামী আন্দোলন কর্মীদের কাঙ্খিত মান নষ্ট করে।

গণতান্ত্রিক ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার জন্য ইসলামী আন্দোলনের জনশক্তিদের কোয়ালিটি চেড়ে দিবেন, কোয়ান্টিটি বাড়বে ঠিকই।ভোট বিপ্লব আপনাকে চোর, বাটপার,ভারসাম্যহীন লোক উপহার দিবে।ইসলামী আন্দোলন তার কাঙ্খিত মান হারাবে। তাদের ভোটের জন্য আপনাকে অসংখ্য নৈতিকতাহীন জনশক্তিকে কে জন্ম দিতে হবে। আর এ জনগণ দিয়ে কি সত্যিকার অর্থেই পূর্ণাঙ্গ শরিয়া সম্ভব??

আমরা মুখে বলি !!! সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু ভোটের জন্য কাজের মাধ্যমেই জনগণকে ক্ষমতার উৎসতে বসিয়ে রেখেছি। আপনার অবশ্যই তাদের ভোটের ক্ষমতা দিয়েই ক্ষমতায় আসতে হবে।

এটাই গণতন্ত্রের ইফেক্ট!! আপনাকে চোর, বাটপার, বোধহীন, বিবেকহীন মানুষের মতামতকে গুরুত্ব দিতে হচ্ছে? গনতন্ত্র দিয়ে তো বাংলাদেশ দূর কিবাদ, পৃথিবীর কোথাও আসলে পূর্ণাঙ্গ সরিয়া সম্ভব না। শুধু সরিয়া বাদ দেন,বামদের আদর্শ ও গণতন্ত্র দিয়ে বাস্তবায়ন হবে না।।।

যদি বাংলাদেশের কথা বলেন। ভৌগলিক কারণে একটা দল সংসদে যাওয়া গুরুত্বপূর্ণ মনে করি৷। আর কেউ তা করলে তাকে খারিজ করে দেয়া, অথবা গনতন্ত্র যারা সমর্থন করে না তাদের ও বাদ দিয়ে দেয়া অনুচিত। আপনি পুরো পৃথিবীর গবেষণা এনে ও গনতন্ত্র কে জায়েজ বলার সুযোগ নেই এবং তা পারবেন না।তাই এর মধ্যপন্থা হচ্ছে!!

ঠেলাঠেলি বাদ দিয়ে আমরা একে অপরকে সমর্থন করা। কারন সবার উদ্দেশ্য তো একই। মনে রাখা উচিৎ ভারত টুকরো টুকরো হওয়া চাড়া এ ভূখন্ডে, গণতান্ত্রিক উপায়ে, অথবা ভিন্ন উপায়ে, রাতারাতি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন কঠিন থেকে কঠিন কাজ।

 

ভারত বিভক্ত হবে সুনিশ্চিত

আমাদের ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। একই সাথে ইশরাকের মতো মানুষদের এবং কালো সন্ত্রাসীদের বিষয় ও সচেতন হতে হবে।

একদল ইসলামকে জন আকাঙ্ক্ষার দোহাই দিয়ে বাদ দিতে চায়, আরেকদল মাথা মোটা খুনি। ছোট বিষয় আপনাকে তাকফির করে হত্যা করতে পারে।আমি আবুল আলা মওদুদী, আমাদের মরহুম শহীদ বুদ্ধিজীবী নেতৃবৃন্দকে আজকের এই দিনে খুব মিস করি

সাইদুল ইসলাম সজীব
২৪/১১/২০২৪


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply