আমি তোমাকে ভালবাসি!!ভালবাসি প্রতিটি অনুভবে!!ভালোবাসতে চাই অনন্তকাল!!
প্রিয়তমা হয়তো আমার দৃষ্টি তোমাকে এখনো দেখেনি।আবার হয়তোবা দেখেছে রংধনুর মতো কোনো-এক আবছা আলোয়!!!আবার হয়তো বা তুমি উত্তপ্ত সূর্যের কিরণ এর মত অন্তরালে রয়ে গেছো।যে কিরণ স্পর্শ করার সাহস কারো নেই।
প্রিয়তমা তোমাকে নিয়ে লেখা হয়েছে কতশত ছন্দ সহস্ত্র কবিতা!!লিখেছি কতো গানের শিরোনাম!!হয়তোবা তা অতি সামান্য । আমি শাহাজানের মতো তাজমহল হয়তো তোমার জন্য বানাতে পারবো না। কিন্তু তাজমহলের চেয়ে উৎকৃষ্ট ভালোবাসা নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছি।উদাহরণ হিসেবে বলতে পারি,
আমার নয়ন দেখেনি তোমায়,
দেখেছি তবে অন্তরে!!
আমার জন্য অপেক্ষায় আছে
প্রিয়তমা হুমাইরা কোন এক প্রান্তরে।
প্রিয়তমা আমি হয়তো তোমাকে দেখিনি। কিন্তু তার পরেও পাহাড় সমান ভালোবাসা নিয়ে তোমার জন্য অপেক্ষা করা কম কিসের?
প্রিয়তমা আমাদের সমাজের অধিকাংশ পুরুষের বউমান্য নীতি হলো- বউ হচ্ছে নারীজাতি। তাদেরকে সবসময় আঙুলের ইশারার ওপর রাখতে হবে। ঘাড়ের উপর সবসময় পৌরুষের গম্ভীর নজরদারি ঝুলিয়ে রাখতে হবে ইত্যাদি। কিন্তু আমি বলি কি, কাউকে যদি শাস্তিই দিতে চাও, কাউকে যদি অঙ্গুলি হেলনে চালাতেই চাও তবে তাকে দুর্ধর্ষভাবে ভালোবাসো। ভালোবাসার চাইতে বড় শাস্তি আর হতে পারে না। একবার বউকে দুর্দমনীয়ভাবে ভালোবেসে তোমার প্রেমে পড়তে বাধ্য করো। দেখবে, তোমার অঙ্গুলিও হেলানো লাগবে না, তোমার প্রেমের কারণে সে সারাক্ষণ জ্বরগ্রস্ত রোগীর মতো ছটফট করতে থাকবে।
প্রিয়তমা ফেতনার এক অপ্রতিরোধ্য সময় পার করতেছি!! মাঝে মাঝে বড্ড হতাশায় আচ্ছন্ন করে নিজেকে !!ঠিক তখনই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের কথা স্মরণ করে তোমার কথা ভেবে আত্ম তৃপ্তি পাই!!তুমি যে আমার চক্ষু শীতলকারী হয়ে আসবে ইনশাআল্লাহ।
প্রিয়তমা আশা করি এ বিচ্ছেদের সমাপ্তি খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।