You are currently viewing বড়ো ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ।  কেয়ামতের আলামত

বড়ো ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। কেয়ামতের আলামত

ভালো লাগলে শেয়ার করুন

ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ।

কেয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প বেড়ে যাবে।ভূমিকম্প নিয়ে অনেক হাসি তামাশা করতে গিয়ে যেটা আমরা এড়িয়ে যাচ্ছি তা হলো,এই যে পরপর ছোট ছোট ভূমিকম্প হচ্ছে এটা একটা বড় দূর্যোগের পূর্বাভাস।২০২১ থেকেই মোটামুটি ফলাওভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশে বড় ধরণের ভূমিকম্পের সম্ভাবনা যা কীনা প্রখর।

যখন মানুষের মধ্যে পাপাচার ও ঔদ্ধত্য বেড়ে যায়, তখন মহান আল্লাহ তাদের সতর্ক করার জন্য বিভিন্ন দুর্যোগ দিয়ে থাকেন। তার মধ্য থেকে একটি দুর্যোগ হলো ভূমিকম্প। পূর্বে আল্লাহ অনেক জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। আর শেষ জামানায় অধিকহারে ভূমিকম্প সংগঠিত হওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘

এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথরবর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞেস করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসুল? তিনি বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদপানে সয়লাব হবে।(তিরমিজি, হাদিস : ২২১২)

হাদিসগুলো পর্যালোচনা করলে লক্ষণীয় ব্যাপার হল এই আমরা অলরেডি কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের উপযুক্ত । আরো আশঙ্কার বিষয় হচ্ছে ভুমিকম্প গুলো ঠিক ভোররাতে অথবা ফজরের পরপরই হচ্ছে। ঠিক সে সময়ে কিছু মানুষ ফজর না পড়ে ঘুমিয়ে থাকে আবার অনেকে আছে রাতের অপকর্ম শেষ করে বাসায় ফিরে। আল্লাহুম্মাগফিরলি।

ভুমিকম্প নিয়ে বারবার সচেতনতা সৃষ্টি করলে ও কিন্তু আমাদের সে অনুযায়ী কোনো তৎপরতা নেই। বিগত একশো বছরে বাংলাদেশে বড় ধরণের ভূমিকম্প দেখা দেয়নি। এরফলে যে পরিমাণ শক্তি টেকটনিক প্লেটগুলোতে জমা হয়েছে তা আজ হোক বা কাল বের হয়ে আসতে বাধ্য। ভূতত্ত্ববিদগণ বহু আগে থেকেই সতর্ক করে চলেছেন।পরপর ছোট ছোট ভূমিকম্প আমাদের মারাত্মক কিছুর আভাস দিয়ে যাচ্ছে।

আর এই মুহূর্তে বড় কোন ভূমিকম্প বিশেষ করে ঢাকা শহরকে একবারে ধুলিস্যাৎ করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply