You are currently viewing সময় অথবা  যুগকে গালি দেওয়া  হারাম কাজ।

সময় অথবা যুগকে গালি দেওয়া হারাম কাজ।

ভালো লাগলে শেয়ার করুন

সময় অঅথবা যুগকে গালি দেওয়া হারাম কাজ।

প্রিয় ভাই ও বোনেরা , একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের চারপাশে অনেকে দেখবেন সময় এবং যুগকে গাল মন্দ করে।চিন্তার বিষয় হচ্ছে এটি একটি ঘৃণিত এবং হারাম কাজ। জ্ঞানের স্বল্পতা এবং অসর্তকতার কারণে আমরা এ ভুল কাজটি করে থাকি। এ বিষয়ে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

139- «قال اللَّهُ عَزَّ وَجَلَّ: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ, أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ».

“আল্লাহ তা‘আলা বলেন: বনি আদম আমাকে কষ্ট দেয়, সে যুগকে গালি দেয় অথচ আমিই যুগ[28], আমিই রাত ও দিন পরিবর্তন করি”।
(সহীহ মুসলিম, আবু দাউদ ও সুনান নাসাঈ) হাদীসটি সহীহ।

গত কয়েক বছর থেকে লক্ষ করতেছি কিছু ভাই ২০২০ কে বিষাক্ত সাল বলেআবার কেউ ২০২১ সালকে বিষাক্ত বলে। গাল মন্দ করে ।এখন আমার/তার খারাপ সময় যাচ্ছে।২০১৯ সাল আমার জন্ন্য বিসাক্ত ছিলো। এ বছরটা আমার জন্য খুবই জঘন্য।এ বছরটা অভিশপ্ত।

এখন সময় ভালো নয়।এটা খারাপ সময়।
ইত্যাদি সমস্ত উক্তি বলা খুবই নিন্দনীয় এবং হারাম কাজ।তাই আসুন এ সমস্ত উক্তিগুলো থেকে দূরে থাকি এবং পূর্বের জন্য তওবা করি।আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং উপরোক্ত বিষয় গুলো আমল করার তৌফিক দান করুন।

আমিন ইয়া রব্বী কারিম।।


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply