You are currently viewing আজ থেকে ৮০ বছরের পর আমি কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন?

আজ থেকে ৮০ বছরের পর আমি কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন?

ভালো লাগলে শেয়ার করুন

আজ থেকে ৮০ বছরের পর আমি কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন?কেউ বলতে পারবেন?মাটির উপরে না মাটির নিছে হবে আমাদের অবস্থান? কে আছেন সাহস করে বলতে পারবেন!!কেউ বলতে পারবেনা?না কেউনা!!

কিন্তু সমাপ্তি আমাদের টানতেই হবে!আপনি চাইলেও এ মায়াজালের সমাপ্তি আঁকড়ে ধরার সুজোগ নেই।মাটির সাথে মিসে যাবে আপনার আমার এতো সুন্দর শরির।আজ থেকে ঠিক ৮০ বছর আগে আমার মতো সজীব,তোমার মত মাসুদ,সাইফুল, মোহন, পাহাদ, রুবাইয়াত,খালেদা, পরিদা,ইত্যাদি নামের মানুষ ছিলো এ জমিনে। কতো বন্ধু কতো ছিলো তাদের আনন্দ আহ্লাদ,বন্ধু পরিবার, ছেলে মেয়ে কতো কি!!!কিন্তু আজ কই তারা?কোথায় তাদের পদচারণা। কিন্তু এ জমিনে তাদের পদচারণা ছিলো চোখে পড়ার মতো?কিন্তু আজ কেন নেই তারা?

হে মানুষ তুমি কিসের মোহে তোমার রবকে ভুলে আছো।কেন তুমি এত গাপেল।রবের অবাধ্যতায় কাটে তোমার সকাল, সন্ধা, রাত।তুমি কি বেছে থাকবে অনন্তকাল।কি ভাবছো তুমি?জবাব দাও হে আমার ভাই?মনে রেখো তোমার ও বেলা পুরিয়ে যাবে খুব শীঘ্রই।


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply