:-
কেয়ামতের আলামত এর মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে #দাসীর_গর্ভে_মনিবের_জন্মলাভ। আমাদের নবী মুহাম্মদ সা: চৌদ্দশ বছর আগে বলেছেন সেটা এখন বাস্তবে রূপায়িত হয়েছে। সম্প্রতি আমরা দেখতে পারি টাকার বিনিময় পেট ভাড়া দিয়ে সন্তান জন্মদান করা হয়। বর্তমান পৃথিবীতে কিছু মা আছে যারা টাকার বিনিময় সন্তান জন্ম দিয়ে থাকেন যেটা হয় অন্য আর এক পরিবারের সন্তান। সে প্রকৃত মা নয়। সে অর্থের বিনিময় তাকে জন্মদান করেছে। যেহেতু সে টাকার বিনিময় সন্তান প্রসব করেছেন অন্য পরিবারের সুতরাং সেখানে ওই সন্তানের দাসী হিসেবে পেটে ধারণ করেছেন।
◾ফেরেশতা জিবরীল আমীন যেদিন নবী করীম সা: কে কেয়ামতের নির্দেশনাবলী জিজ্ঞেস করেছিলেন তখন তিনি একথাও বলেন বলেন, “দাসীর ঘরে মনিবের জন্মগ্রহণ হবে।”(মুসলিম-106)
Allah huakbar