অন্যায় পাপাচারে এখন কেউ বাধা দেয় না, জুলুম নির্যাতন, জিনা ব্যবিচার , সুদ , খুন আমানতের খেয়ানত গোটা সমাজ ভরে গেছে।
জাবের (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সা; ) বলেছেনঃ কোন জাতির মধ্যে প্রকাশ্যে পাপাচার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতা থাকা সত্বেও তাদের পাপাচারীদের বাধা দেয় না, তখন আল্লাহ তা‘আলা তাদের উপর ব্যাপকভাবে শাস্তি পাঠান।
ইবনে মাজাহ -হাদিস নং ৪০০৯ আবূ দাউদ ৪৩৩৯, আহমাদ ১৮৭৩১
সাহল ইবনে সাদ (রাঃ) হতে বর্ণিত রাসুল (সাঃ) বলেছেন, এই উম্মতের জন্য ভুমিধস চেহারা বিকৃতি এবং শিলা_বৃষ্টি বর্ষণের আজাব হবে ইবনে মাজাহ হাদিস নং – [৪০৬০],
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত রাসুল (সাঃ) বলেছেন, এই উম্মতের জন্য ভুমিধস চেহারা বিকৃতি এবং শিলা বৃষ্টি প্রকাশ পাবে- ইবনে মাজাহ হাদিস নং – [৪০৬২]