- বান্দার ইচ্ছেতে কিছুই হয় না,বান্দার সকল চাওয়া রবের ইচ্ছেতেই হয়। অতএব একজন বান্দার উচিত দোয়া করা!
দোয়ার মাঝেই আছে মুক্তি।অবশ্যই যদি তা বান্দার জন্য কল্যাণকর হয়।আমাদের রব্ব বান্দাকে তা দান করবেন।আর পরামর্শ করার জন্য তো আমাদের রবই আছেন,উত্তম পরামর্শক হিসাবে। মানুষ কি জানে? সে কি পরামর্শ দিবে?
কুরআনে বর্ণিত ইয়াকুব আলাইহিস সালামের সেই কথা বারবার স্মরণ করা উচিত। তিনি তার পুত্রদের বলেছিলেন।
সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জান না’। আল-বায়ান (সুরা ইউসুফ আয়াত নাম্বার ১২)
আল্লাহ আমাদের তাদের সাক্ষাৎ থেকে হেফাজত করুন যাদের সাক্ষাৎ আমাদের রবের, অনুগ্রহের প্রতি হতাশ করে তোলে।নিশ্চয়ই আমার রবের ওয়াদা সত্য।
সাইদুল ইসলাম সজীব
১/৪/২০৪