আমার রব্ব ।
আপনার দপ্তর ছাড়া আমাদের আর কোন দপ্তর নেই।
আপনার আশ্রয় ছাড়া আমাদের আর কোন আশ্রয় নেই। আপনার অনুগ্রহ চাঁড়া আমাদের কোন যোগ্যতা নেই। আপনি চাড়া আমি অসহায়, আমি নিঃস্ব আমি অভিভাবকহীন । আমি একা, আমি তো চুড়ান্ত অসহায়। নেই আমার নিজস্ব কোন ক্ষমতা ।
মানুষের করা দুনিয়ার দপ্তর গুলোতে আমাদের যায়গা নেই,যায়গা নেই মানুষের হৃদয়ে।কিন্তু সেসব দপ্তর আর, হৃদয়গুলো তো আপনি নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করেন আমাদের হৃদয় গুলো।
আপনার আশ্রয় থেকে আমাদের ফিরিয়ে দিয়েন না ও আমার রব।আমরা, দুর্বল, গুনাগার অসহায়। আপনি চাড়া কে দিবে আমাদের আশ্রয়,আর কে ভালবাসবে এতো মমতায়। আমাদের ক্ষমা করুন হে আমার রব।
সাইদুল ইসলাম সজীব
০৯/০৪/২০২৪