You are currently viewing পালিয়ে যাওয়া জালেমদের পরিনতি।

পালিয়ে যাওয়া জালেমদের পরিনতি।

ভালো লাগলে শেয়ার করুন

এক ভাই জিগ্যেস করলো জালেমরা পালিয়ে যাচ্ছে কেন?

হাসিনা আর আসাদ আসলে এতো লোহ মোর্ষক জুলুম করেছে দুনিয়ায় যত শাস্তি দেন না কেন তা কম হবে।কারণ দুনিয়ায় শাস্তির কারণে মানুষ মা-রা যায়। আখেরাতে মৃত্যু নেই ,শাস্তির পরিমাণ যত বাড়ুকনা কেন জালেমের মৃত্যু নেই।

 

আমাদের আল্লাহ সম্ভবত এই দুই জালেমের জন্য আখিরাতের শাস্তি চূড়ান্ত করেছে। কারণ দুনিয়ায় শাস্তি আখেরাতের পথ উজ্জ্বল করে।

মনে আছে সিরিয়ার সেই অবুঝ বালকের কথা।আল্লাহকে আমি সব বলে দিবো….. 😭।

সাইদুল ইসলাম সজীব
০৮/১২/২০২৪


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply