You are currently viewing করোনা ভ্যাকসিন  কি সত্যিই ষড়যন্ত্র!! হার্ট অ্যাটাকের ঝুঁকিতে  বিশ্বের কোটি কোটি মানুষ।

করোনা ভ্যাকসিন কি সত্যিই ষড়যন্ত্র!! হার্ট অ্যাটাকের ঝুঁকিতে বিশ্বের কোটি কোটি মানুষ।

ভালো লাগলে শেয়ার করুন

একটা গোষ্ঠী আছে এমন তাদের ষড়যন্ত্র মুলত পুরো মানব জাতির সাথে। তাঁরা গুটি কয়েক মানুষ নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা নিয়ে পুরো মানব সভ্যতা ধ্বংস করার চক্রান্তে আছে। আমি করোনার সময় উহাদের এজেন্ডা ৩ নামক এক বিস্ফোরক আর্টিকেল লিখেছিলাম। লিখা গুলো পাবলিশ করবো না ভেবেও পরে করেছি । কিন্তু হতাশার বিষয় আজ তা অক্ষর অক্ষরে বাস্তবায়ন নিজে চোখে দেখতে পাচ্ছি।

করোনা নিয়ে আবারও কিছু কথা বলার প্রয়োজন মনে করছি ।করোনা নিয়ে আমার এক ডাক্তার কলিগ বন্ধু (তার একটা পোস্ট) আমাকে আবারও চিন্তায় ফেলেছে। তারই প্রেক্ষিতে আপনাদের কিছু প্রশ্ন করি।

(গুরুত্বপূর্ণ ভিডিও)

একটা কঠিন বাস্তবতা হচ্ছে হসপিটালে থাকার কারণে মানুষের মৃত্যু গুলো অনেক কাছে থেকে দেখা হয়। ইদানীং ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে ১৮/২০/২৪/৩৩/৩৫ বছরে মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে (AMIহয়ে মানুষ মারা যাচ্ছে।গতো ২ বছরে আমি বেশ কিছু রোগী পেয়েছি যাদের বয়স ৩০ এর কম, হাটে দু-তিনটা ব্লক নিয়ে চিকিৎসা নিতে।বা মা-রা যেতে। আগে এ বয়সে MI হলে Unlikely মনে হত। কিন্তু এখন এটা common হয়ে যাচ্ছে৷ বিষেশ করে Covid-19 এর পর।

আমি ৩০ এর কম কোন রোগী স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে সমস্যা নিয়ে মারা যেতে দেখলে তাদের হিস্ট্রি নেয়ার চেষ্টা করি। দেখা যায় সবগুলো পেশেন্ট ভ্যাকসিন দেওয়া ছিল। এ ব্যাপারে বিশেষজ্ঞ আমাদের সারেরা আরো ভালো বলতে পারবেন৷ কারণ উনার এ ধরনের রোগী বেশি ডিল করতেছেন।

আমি পূর্বে অনেকগুলো পোস্টে বলেছি। লিখা গুলো আমার ব্লগে আছে এখনো । করোনা ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক বেড়ে যাবে স্টোক সহ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র disease মানুষ মারা যাবে। এখন তা পানির মতো পরিষ্কার তার বাস্তবতা আপনারা দেখতেছেন । সামনে আরো বড় মানবিক বিপর্যয় আসতে চলছে (করোনার ছেয়ে ও বড়ো কোন ভাইরাস)

শুধু হার্ট অ্যাটাকের বিষয় না। ভ্যাকসিন নেয়া রোগিদের এমন এক ভয়ঙ্কর চর্মরোগ হচ্ছে কোন ওষুধই কাজ করছে না৷ আপনাদের যাদের এ সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাবেন প্লিজ । বিশেষ করে ২০/ ৩৫ যেসব রোগীরা হার্ট এটাকে মারা গেছে এমন তথ্যগুলো আমাদেরকে দিন । আর হিসেব মিলানোর চেষ্টা করুন করনার আগে কি এমন দৃশ্য খুব সচরাচর দেখা যেত?

আপসোস অতি বিজ্ঞানমনস্ক কিছু লোক, মুফতি কাজী ইব্রাহিম সাহবকে করোনা ইব্রাহিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। আমাদের পোস্টে ও অনেকে হাহা রিয়েক্ট দিতেন। আপনি ডাক্তার হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন জিও পলিটিকাল ষড়যন্ত্র অনেক গভীরের বিষয় ভাই। সামনে যে মানবিক বিপর্যয় আসতেছে কি উত্তর হবে সেদিন আপনাদের।

ওরা আমাদের ধ্বংস ও করল। ব্যবসা ও করে গেল কি দারুন। আল্লাহ আমাদের হেফাজত করুক। বুঝার শক্তি দিক।

সাইদুল ইসলাম সজীব
১০/১২/২০২৪


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply