একটু ভিন্নভাবে চিন্তা করুন। পজিটিভলি ভাবুন। আপনি গত ছয় মাস আগে ও কি হাসিনা আর আসাদের এভাবে পতন হওয়ার কথা চিন্তা করেছিলেন? কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখেন “!
একমাস আগে ও কি চিন্তা করার সুযোগ পেয়েছেন খুনি আসাদের এভাবে পতন হবে?আসাদের পতনে ইসরায়েলের লাভ অমুকের লাভ আমেরিকার লাভ বলে চিল্লাচিল্লি বন্ধ করুন। কি নির্মম হৃদয় আপনার!! আসাদের পতনে লাভ লোকসানের হিসাব করতে গিয়ে ভুলে গেলেন (সায়েদনামা কারাগারে বন্দী আমার মজলুম ভাই বোনদের কথা) খুনি আসাদের পতনের মাধ্যমেই তো তারা দুনিয়াতে থাকা আরেক নরক থেকে মুক্তি পেয়েছেন, আর এটা অবশ্যই আল্লাহর আদেশে।
সিরিয়া ইসলামী ইতিহাসের এক ঐতিহাসিক ভুমি। একই সাথে বাংলাদেশ ও সিরিয়ার স্বৈরাচারের পতন নিজেদের সুপার পাওয়ার মনে করা রাষ্ট্রগুলোর নিরাপত্তায় আগাত এনেছে। মনে রাখবেন হিন্দুস্তান ও জেরুজালেমের বিজয়ের গুরুত্বপূর্ণ দুটি চাবি হচ্ছে সিরিয়া ও বাংলাদেশ। ইসলাম বিজয়ের শতাব্দীতে আছে ইনশাআল্লাহ। ,আর বিজয়ের মাঠ ও তৈরি হচ্ছে । আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করি। এই বিজয় রুখবে সে সাধ্য আছে কার।
সাইদুল ইসলাম সজীব
১২/১২/২০২৪