You are currently viewing সিরিয়ার বর্তমান  পরিস্থিতি  ও সম্ভাব্য কিছু ঘটনা। গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখবে বিশ্ববাসী।

সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য কিছু ঘটনা। গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখবে বিশ্ববাসী।

ভালো লাগলে শেয়ার করুন

সিরিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে এরদোগানের একটা  বক্তব্য দেখলাম। আগেই বলে রেখেছি জেরুজালেম বিজয়ের চাবি কিন্তু সিরিয়া। যদি হাদিস পর্যালোচনা করি তবে পৃথিবীর হৃদয় কিন্তু সিরিয়া। এরদোগান তার বক্তব্যে সিরিয়ার ভূমি গুলো নিজেদের দাবী করেছেন। তার পুরো বক্তব্য বুঝে মনে হইছে নতুন দিকে মোড় নিবে সিরিয়ার পরিস্থিতি।

আমি  ২০২০ এর দিকে সিরিয়া নিয়ে একটা লিখায় বলেছি।  সিরিয়াতে কালো পতাকার অবমাননাকারী  সন্ত্রাসীরা ২৩ এর মাঝামাঝি অথবা কিছুটা আগে পরে আবারও খুব শক্তিশালী অবস্থায় ফিরে আসবে।আর সময়টা এখন চলে এসেছে মনে হচ্ছে ।

 

নব্য বাতিনিদের ছেয়ে ও নিষ্ঠুর জাহান্নামের কোপেক উম্মাহকে ক্ষতবিক্ষত করতে আবারো আমাদের দিকে দেয়ে আসছে সিরিয়ার কালো সন্ত্রাসীরা । মনে রাখবেন শেষ জামানায় সিরিয়ার ভূমি হবে মুমিনদের কেন্দ্রস্থল।

আর সিরিযা যেহেতু স্বামের ভূমি এটাও আপনাদের জানা প্রয়োজন  শাম হলো সেই স্থান৷ যেখানে ৮০ টি পতাকাবাহী ইমাম  মাহদীর বিরুদ্ধে অবস্থান নিবে৷

এই সামেই ঈসা ইবনে মারঈয়ামের আগমন ঘটবে

 

এটা এক বড়ো নিদর্শন সামের সিংহরা জেগে উঠেছে, ঐতিহাসিক কিছু বিষয় দেখার অপেক্ষায় পৃথিবী।

 

রাসুল সা : বলেন।

 

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে, যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি, যাকে ‘গোতা’ বলা হয়। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৭৪৭০)

প্রিয় ভাই বোন। পুরো পৃথিবীতে এক মহা পরিবর্তনের বাতাস বইছে । এমন এক পরিস্থিতিতে আমি সিরিযাতে সম্ভাব্য কিছু বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যার প্রভাব হিন্দুস্তানে ও আসবে। বিশেষ কিছু ঘটনা..

 

সিরিয়াতে কালো সন্ত্রাসীদের পুনোরায় ফিরে আশা। সুফিয়ানি বাহিনির আগমন, যদি ও তা বুঝতে সময় লাগবে। তুরস্কের সাথে শিয়া রাস্ট্র গুলোর বিরোধ, জুলানির পদক্ষেপ এবং আমেরিকার  (মি&স%রা ইল) তুরস্কের কেমন শত্রু হবে তা  দৃশ্যমান হওয়া৷ মিসরে ও আসবে বড়ো পরিবর্তন।  সবচেয়ে বড়ো হুমকি খারেজীরা। আর এতো কমপ্লিকেটেড পরিস্থিতি পরে আসবে এক ঐতিহাসিক মুহূর্ত। আমি আবার ও বলছি কম সময়ের মধ্যে বড়ো কিছু ঘটনা ঘটতে চলছে ইনশাআল্লাহ।

 

এ বিষয় লিখালিখি আরো চলবে….(ইনশাআল্লাহ)

 

সাইদুল ইসলাম সজীব

১৯/১২/২০২৪


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply