খোরাসান বিজিত হওয়ার পরে এ দাবি আরো জোরালো হয়েছে পাকিস্তানে ও খুব নিকটতম সময়ে ইমারত প্রতিষ্ঠা হবে। ইমরান খানের ক্ষমতারচ্যুত হওয়ার ঘটনায় একটা সম্ভাবনার কথা লিখেছিলাম মনে আছে? একটা কথা সবসময় মনে রাখবেন এ দ্বীন আল্লাহর আর তিনি তা বিজয়ী করবেন। কি থেকে কি হবে অনেক সময় আপনার কল্পনায় ও আসবে না।
দুঃখের খবর হলো এই। পাকিস্তান আফগানে বোমা হামলা করে শতকের কাছাকাছি মানুষকে শহীদ করে দিয়েছে। (আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুক) আর এরি সাথে সাথে পাকিস্তানের কুফরী সরকার (এমারতে ইসলামিয়া পাকিস্তান প্রতিষ্ঠায় সাইন করে দিয়েছে) ইনশাআল্লাহ।
পিটিটির কথা জানেন? আমি ভালোভাবে তথ্য নিয়ে যা বুঝলাম। পাকিস্তান তেহরিক (ছাত্রদের) অধীনে পাকিস্তানের বেশকিছু অঞ্চল অলরেডি শরিয়াহ শাসন চলছে। আর পিটিটির দখলকৃত এলাকা বেড়েই চলছে।, এমন কিছু যায়গা আছে পাকিস্তানে ,খোদ ইমরান খানের সরকারের সময়ও সেখানে পাকিস্তানী সেনাবাহিনী প্রবেশ করত না ।
আর এই হামলার সাথে সাথে আপগানে থাকা ছাত্রদের সাথে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েছে পাকিস্তান। ভিতরে পিটিটির ছাত্ররা অলরেডি যুদ্ধরত, বাহিরে আফগানিরা !! কি হবে বলে মনে করেন? চারদিকের অবস্থার আলোকে একটা কথা বলি লিখে রাখুন।
অনেক সময়ে কাফেরেরা পরিকল্পনা করে, আর তারা তাদের ফাঁদ তৈরি করতে সক্ষম হয়।তারা আনন্দিত হয় তারা ভেবে নেয় তারা বিজয়ী হয়েছে। অথচ তাদের তৈরি করা ফাঁদেই তাদের ধ্বংস অনিবার্য হয়। স্পষ্ট কথা বিজয়ের শতাব্দীতে আছে ইসলাম। দুনিয়া আমেরিকা চালায় না (যিনি চালায় তিনি আল্লাহ)
আল্লাহর ওয়াদা (তিনি শতাব্দীর মাথায় তার দ্বীন কে আবার বিজয়ী করবেন) ইমাম মাহাদীর মাঠ তৈরি হচ্ছে। একজন কামেলা মোজাদ্দিদ আসবেন তার সাথে সঙ্গী হবেন অনেক মুজাদ্দিদ।
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয়ই আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর মাথায় একজন যুগসংস্কারক (মুজাদ্দিদ) পাঠাবেন, যিনি দ্বীনের সংস্কার সাধন করবেন’ (আবুদাঊদ হা/৪২৯১, মিশকাত হা/২৪৭; ছহীহাহ হা/৫৯১)।
অত্র হাদীছে বর্ণিত مَنْ শব্দটির ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, এর অর্থ ‘একজন’ বা ‘একদল’ দু’টিই হ’তে পারে। যিনি বা যাঁরা উম্মতের সংস্কার সাধন করবেন। এখানে يجدد لها دينها অর্থ إحياء ما اندرس من العمل من الكةاب والسنة الصحيحة ‘কিতাব ও ছহীহ সুন্নাহর যেসব আমল বিনষ্ট হয়ে গেছে, তা পুনর্জীবিত করা’। অথবা دينها অর্থ أهل دينها ‘দ্বীনের অনুসারীগণ’। কেননা দ্বীন আল্লাহ প্রেরিত এবং আল্লাহই এর হেফাযতকারী (হিজর ৯)।
সাইদুল ইসলাম সজীব
২৬/১২/২০২৪