You are currently viewing ইসলাম অজেয়, মুসলিম জাতির অনিবার্য বিজয়ের হাতছানি ।

ইসলাম অজেয়, মুসলিম জাতির অনিবার্য বিজয়ের হাতছানি ।

ভালো লাগলে শেয়ার করুন

আমরা অজেয়, অনিবার্য বিজয়ের হাতছানি।

এ শতাব্দীতে ইসলাম আবারও সর্বদিকে চড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। অনেক গুলো কারণের মধ্যে একটা কারণ এই, তরুনদের হৃদয়ে ইসলাম যেভাবে প্রবেশ করেছে তা সত্যিই আসা জাগানিয়া।

ইসলামকে বিজয়ী করার জন্য খুব বেশি লোকের প্রয়োজন নেই। আপনি ইতিহাস পড়ে দেখুন সংখ্যা দিয়ে ইসলাম কখনো বিজয়ী হয়নি,ঈমান, আমল, প্রচেষ্টা, তাওয়াক্কুল সবার উপর আল্লাহর সাহায্য এইতো বিজয়ের সূত্র। আলহামদুলিল্লাহ চুম্মা আলহামদুলিল্লাহ।

আমদের চোখের সামনে যেমন তরুণদের অধঃপতন দেখতেছি আবার নৈতিক সম্পূর্ণ একটা জেনারেশনের উত্থান হতে ও দেখতেছি। বুদ্ধিমত্তা, তাওয়াক্কুল, পাহাড় সমান ঈমান, কঠোর পরিশ্রম নববি প্রেমে উদ্ভাসিতো এই জেনারেশনকে পশ্চিমারা কেন পৃথিবীর কোন শক্তির রুখে দেয়ার সাধ্য নেই।

আল্লাহ যাদের সাথে আছে তাদের পরাজিত করবে কে?

যুগের নাজিম উদ্দিন আইউব আর উম্মে আসাদরা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ।দুনিয়ার কোন মোহ যাদেরকে জাদুগ্রস্থ করতে পারে না।তাদের ঘরে এবার বিশ্বকে আলোকিত করতে আসবেই আসবে সালাউদ্দিন আইউবি আর মোহাম্মদ বিন কাসিমরা ইনশাআল্লাহ।

এ হাদিস হোক আমাদের অনুপ্রেরণা।

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি এই দশ ব্যক্তির নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়াগুলোর কোনটির কি রঙ তাও জানি। সে যুগে ভূপৃষ্ঠে যতো অশ্বারোহী সৈনিক থাকবে, তারা হবে তাদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক।’ (সহিহ মুসলিম : খণ্ড-৪, পৃষ্ঠা-২২৩; মুসতাদরাকে হাকেম : হাদিস নং-৮৪৭১, মুসনাদে আবি ইয়ালা : খণ্ড-৯, পৃষ্ঠা-২৫৯)

হযরত ছওবান (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“যখন তোমরা দেখবে, কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও। কেননা, তাদেরই মাঝে আল্লাহর খলীফা মাহদি থাকবে”।

(মুসনাদে আহমাদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৭৭; কানজুল উম্মাল, খণ্ড ১৪, পৃষ্ঠা ২৪৬; মিশকাত শরীফ, কেয়ামতের আলামত অধ্যায়)।

সাইদুল ইসলাম সজীব
১৩/১/২০২৫


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply