You are currently viewing মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে নয় আখেরাতে।

মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে নয় আখেরাতে।

ভালো লাগলে শেয়ার করুন

 

একজন বিশ্বাসী মানুষের দুনিয়ায় কখনো সফলতা আসেনা ।

বিশ্বাসী মানুষ দুনিয়ার সফলতাকে চূড়ান্ত সফলতা হিসেবে বিশ্বাস ও করে না। অবিশ্বাসী জালেমরাই দুনিয়াতে চূড়ান্ত সফলতা খোঁজে।বিশ্বাসী মানুষ আখেরাতেই চূড়ান্ত সফলতা খোঁজে

হাদিস আল্লাহর রাসুল বলেছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত।’ মুসলিম ২৯৫৬

একটা জিনিস কি জানেন, দুনিয়ায় কিছু মানুষ এত এত অন্যায় অনাচার করেছে যার বিচার আসলে এ দুনিয়ায় করা সম্ভব না।এই যে হাসিনা যা করছে আপনি তার শাস্তি কিভাবে দুনিয়ায় দিবেন? সে তো মারা যাবে আজকে দেখলাম এক কাফের পোস্ট করছে মানুষ একবারি মরে। দুনিয়ায় কাফের জালিমরা যা করে বেড়ায় ধরুন হাসিনারে যত ভয়ংকর শাস্তি দেন না কেন সে একবারই মারা যাবে। যদি তাকে আপনি কয়েকশোবার হত্যা করেন তার শাস্তি তাতে ও কম হবে।আর আল্লাহ সব ছেয়ে বড়ো প্রজ্ঞাবান।

দেখেন হাসিনা আর বাসার আল আসাদ দুটোই পালিয়ে গেছে, কারণ তাদের জন্য সম্ভবত আল্লাহ আখিরাতেই উত্তম ব্যবস্থা রেখেছেন। অবশ্য তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন।আর জাহান্নামিরা সেদিন মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু সেদিন আসবে না।

দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেক রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেও আসলে এ মুরতাদ লিগের কর্মীদের অন্তরে ন্যূনতম অনুশোচনা কিংবা বিবেকবোধ জাগ্রত হয়নি। সুযোগ পেলে এরা ঠিকই আপনাকে হত্যা করে ছাড়বে,অলরেডি করতেছে। আয়না ঘরের মতো সেনসিটিভ বরবরচিত মানবতা বিরোধী ইস্যুতে দেখবেন তারা হা হা রিয়েক্ট দিচ্ছে। সম্ভবত এ জালিমদের ও আল্লাহ মোহর মেরে দিয়েছেন।
আল্লাহই হয়তো আর চাননা এরা হেদায়েত পাক,অপকর্মের বোঝা যে অনেক ভারী যে কোনো জাতি বা গোত্রকে চূড়ান্ত ধ্বংসের আগে আল্লাহ হেদায়েতপ্রাপ্তির সমস্ত পথ বন্ধ করে দেন ।

জিব্রাইল ফেরাউনের মুখে কাদা ঢুকিয়ে দিয়েছিল যেন সে আর তওবা করতে না পারে কারণ আল্লহর নাম যে রহমান, হে অভিশপ্তের দল।

ফজর পড়তে গিয়ে ঘুম হওয়া ছোটো বাচ্চাটাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার পরও , আয়নাঘরে হাতে খোদাই করে লেখা 1230 days, মাসুদ ইব্রাহীম , I love my family লেখা দেখেও যারা হাসে , যারা এসব হত্যা জুলুমের সাথে জড়িত – আল্লাহ যেনো তাদের প্রত্যেকের দুনিয়ার এবং আখিরাতের জীবনকে আয়নাঘর বানায়া দেন।এর বেশি আল্লাহর কাছে আমাদএর চাওয়া পাওয়ার নাই ।

জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল (জাহান্নাম) কেমন।’ (সুরা শুআরা, আয়াত: ২২৭)

সাইদুল ইসলাম সজীব
১৩/১২/২০২৫


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply