কবর গুলির দিকে একবার তাকাও
অাবার নিজের দিকে একবার তাকাও।
চিন্তা করো তুমি কে অার সে কে?
তুমি অাছো – সে নেই।
অথচ ছিলে একসাথের সাথি
একসাথে খেলার সাথি।
একসাথে ঘুরতে, কথা বলতে, দুরে কোথাও সফর করতে। অাজ সে কবরের সাথি।
তাকে মাটি খাচ্ছে। অার তুমি শরিরে অাতর মাখছো
মানুষগুলি এভাবেই কালের শেষে বা প্রথমে অাসে
অাবার চলে যায়। গহিন কোন নিরুদ্দেশ হয়ে।
রাতের জগতের কথা ভাবো
কিসের এত অহংকার!
কিসের?
যৌবন?
রুপ?
টাকা?
দাপট?
পূর্বে অনেকেরই যৌবন ছিল অাজ তাদের ভরসা হাতের লাঠি। লাঠি ছাড়া তারা হাটতে পারেনা।
সে যুবতীরা অাজ চোখে ঠিক মতো দেখেনা।
অথচ এই চোখে লাগতো শতরকমের কাজল কালী।
নেই কিছুই নেই
সব মিথ্যা। সব বানচাল, সব প্রতারনা।
সব ফাদ। সব মায়াজাল।
যা বেধ করবে প্রতিটি ইনসান, জ্বীন মাখলুক।
প্রতিটি জীব।
মৃত্যু সব শেষ করে দিবে।
সবার। অামার। তাহার।
যৌবন
সৌন্দর্য
দাপট
জ্ঞান
এলেম
সব মাটি করে ফেলবে। অচিরেই