প্রিয়!!
কখনো শুকনো শ্লেমার পুতি দুর্গন্ধ শুকেছো?
শুকেছো কখনো নিজের বগলতলা উৎকন্ঠা বিশ্রী দুর্গন্ধ! তবু তুমি অহংকার করো?
তবে কি মনে পড়ে প্রিয় দুপুরে বাতরুমে যাওয়ার কথা। যখন তুমি কমডের উপর নাক চেপে বসে ছিলে দুর্গন্ধে! তবুও অহংকার করো ?
প্রিয়!
রাতের অন্ধকারে হঠাৎ নিজের পেট থেকে বেরিয়ে অাসা দুর্গন্ধযুক্ত বাতাসের গন্ধ শুকেছো? তবুও তুমি অহংকার করো ?
নিজের ভেতর থেকে উথকে অাসা মুখের দুর্গন্ধ শুকেছো কোনদিন? যখন যে তোমাকে মানুষের সামনে কথা বলতে দেয়না! তবুও বড়াই করছো?
প্রিয়!!
মনে পড়ে ঐ যে ভাঙ্গা কবরটির পাশ দিয়ে হেটে যাচ্ছিলে কোনদিন হঠাৎ নাকে উপছে পড়েছিল কোন বনী অাদমের মৃত পচা লাশের গন্ধ। মনে পড়ে? হ্যাঁ — সেটা তো তুমিই ছিলে ঐ মৃত লাশটা। তোমার লাশইতো সেটা।
তবু তুমি অহংকার করো ? ।
কিসে তোমায় ভুলিয়ে রাখলো মৃত্যু থেকে।
কেন অহমিকায় উর্বর হয়ে অাছে তোমার অন্তর
কেন অহংকারের সুবাগিচা রোপন করেছো ভেতরে। তবে তুমি কি অমর প্রিয়??
জবাব দাও??
বলো ??
তুমি কি অমর? উফ!! তবে কেন এই অহংকারে জর্জরিত করে রেখোছো তোমার হৃদয়। তওবা করো। নিজেকে মনে করো অামি ই ছোট সাত জমিন অার অাসমানের মধ্যে!! “