আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে দু’পাত্র ‘ইলম আয়ত্ত করে রেখেছিলাম। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি। আর অপরটি এমন যে, প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেয়া হবে। ‘আবদুল্লাহ (রহঃ) বলেন, হাদীসে উল্লিখিত الْبُلْعُومُ শব্দের অর্থ খাদ্যনালী।
(আধুনিক প্রকাশনীঃ ১১৮, ইসলামী ফাউন্ডেশনঃ ১২২)
সহিহ বুখারী, হাদিস নং ১২০
হাদিসের মান: সহিহ হাদিস
প্রিয় ভাই ও বোনেরা আজ যেন জীবন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম,উনার সময় কাল থেকে কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব বর্ণনা হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মদীর জন্য বলে গেছেন। আল্লাহর শপথ নিশ্চয়ই আল্লাহ রাসুলের প্রতিটি কথাই সত্য। শেষ জামানার একের পর এক হাদিস বাস্তবায়নের মাধ্যমে। আজ উম্মতে মুহাম্মদীর কাছে তা আজ দিনের আলোর মত পরিষ্কার।
শেষ জামানার হাদিসে হিন্দুস্থান, মধ্যপ্রাচ্য সহ অসংখ্য শাসকের নামে বলা আছে। কিন্তু সময় এবং সুযোগের অপেক্ষায় কেউ নাম প্রকাশ করতে ইইচ্ছুক নাহ।পর্যাপ্ত জ্ঞান থাকা সত্ত্বেও। যেমনটি আবু হুরায়রা ( রাঃ) সে সময় প্রকাশ্যে বলেননি।মৃত্যুর কিছুকাল আগে কিছু বিশ্বস্ত সাহাবীর কাছে হাদীসগুলো বলে গেছেন।তারমধ্যে হুজাইফা আল ইয়ামিন অন্যতম। ওমর রাদিয়াল্লাহু আনহা হুজাইফা আল ইয়ামিনের কাজে প্রায়ই বলতেন ও হুজাইফা তোমার মুনাফিকের লিস্টে আমার নাম কি আছে?
তার মানে কি দাঁড়ালো কেয়ামত পর্যন্ত প্রত্যেক মুনাফিকের লিস্ট আল্লাহ রাসুলের( সাঃ)হাদিস গুলো আবু হুরায়রার মাধ্যম হয়ে হুজাইফার কাছে সংরক্ষিত ছিল।সময় এবং সুযোগ করে উনারা হাদীসগুলো সবার কাছে পৌঁছে দিয়েছেন।
শিক্ষা হলো এই তখন রাসূল সাল্লাহু আলাই সালাম এর পরবর্তী যুগ ছিল। আর এখন শেষ জামানা। বিষয়গুলো নিয়ে কথা বলতে ভয় পেয়েছিলেন রাসুলুল্লাহ সাহাবী আবু হুরায়রা!! এ যুগে আমরা তো কিছুই না!!তবুও কি থেমে রয়েছে রাসুলুল্লাহর হাদিস গুলো মানুষের সামনে আসতে?
আল্লাহ তাঁর প্রিয় হাবীব এর কথাগুলো মানুষের কাছে কোনো না কোনো মাধ্যমে ঠিকই পৌঁছে দিয়েছেন। যেমনটা এখন পৌঁছে দিচ্ছেন মুফতি কাজী ইব্রাহীম সহ গুটি সংখ্যক কিছু আলেমদের মাধ্যমে !!কিন্তু কাজি সাহেবদের সম্মান কি এই মেরুদণ্ড বিহিন জাতি দিতে পারবে?? কখনোই না!!
যে জাতির সকাল শুরু হয় আল্লাহর নাফরমানিতে সে জাতি কেমন করে সন্মান করবে একজন যুগ শ্রেষ্ঠ আলেম কে। আল্লাহ কাজি সাহেবের প্রতি রহম করুন।
শেষ কথাঃইসলাম জিতবেই, তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে এবং হেরে যাবে।” — আহমেদ দীদাত (রহ)