You are currently viewing আফগানিস্থানে আল্লাহর নিদর্শনঃপর্ব—০১

আফগানিস্থানে আল্লাহর নিদর্শনঃপর্ব—০১

ভালো লাগলে শেয়ার করুন

গ্রামের মসজিদ সংলগ্ন হেফযখানায় কয়েকটি মাসুম বাচ্চা দুলে দুলে কুরআন মুখস্থ করছিলাে। হৃদয়ের সুরক্ষিত ফলকে উৎকীর্ণ করছিলাে কালামে-ইলাহীর একেকটি আয়াত।

হঠাৎ করে এই গ্রামে অতর্কিত আক্রমণ চালালাে সােভিয়েত দখলদার, নাস্তিক, হায় ওয়ান, লাল-সেনারা।
কা,ফে-র কমিউনিস্টদের একজন অফিসার গােছের লােক হেফজ খানার বে-গুনাহ্ বাচ্চাদের হাত থেকে কুরআন শরীফ কেড়ে নিতে চাইলে নিস্পাপ শিশুরা তাদের কুরআন শরীফ গিলাফে ভরে গলায় ঝুলিয়ে নেয়।

আফগান মুসলমানের সা,হসী সন্তানেরা এসব পশুর হাতে আল্লাহর পবিত্র কিতাব দিতে রাজী হয়নি।
ইতিমধ্যে কয়েকজন রুশ অফিসার বাচ্চাদের ব্যবহারে রাগান্বিত হয়ে ওঠে এবং এ শিশুদের লাইনে দাঁড় করিয়ে গুলির নির্দেশ দেয়।

ভীত-সন্ত্রস্ত ও আতংকগ্রস্ত পাংশু চেহারার শিশুরা আল্লাহ..ও আল্লাহ…আল্লাহ…গাে বলে আর্তনাদ করে ওঠে। তাদের চারপাশের বাড়ী-ঘর আগুনে জ্বলছে, শাৈনা যাচ্ছে গ্রামবাসীর মরণ চিৎকার।

করুণ কণ্ঠে বিলাপ করছে মা-বােন ও মেয়েরা।
হাফেয শিশুদের উপর ফায়ার করা হলে এরা সবাই মাটিতে লুটিয়ে পড়লাে। গ্রামটিতে কিয়ামত ঘটিয়ে যখন সােভিয়েত কুকুরগুলাে চলে গেছে, তখন বেঁচে যাওয়া গ্রামবাসীরা মসজিদের সামনে গিয়ে দেখতে পেলাে, সবগুলাে হাফেয শিশু শুয়ে শুয়ে এদিক-ওদিক তাকাচ্ছে।
পরিচিত মানুষদের দেখে তারা সবাই উঠে দাঁড়ালাে। গ্রামবাসী তাে অবাক, একটি শিশুও মরেনি বা আহত হয়নি। গুলি এদের বুকে বিদ্ধ হয়নি।

দেখা গেলাে, এদের | বুকে ঝুলানাে কুরআন শরীফের গিলাফের ভেতর কিছু বুলেট নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে।
সােনার টুকরাে শিশুদের জীবিত পেয়ে তাদের বাবা-মা গাফুরুর রহীমের সামনে সিজদায় লুটিয়ে পড়লাে।

চলবে,,,


ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply