- দাজ্জাল একটা মিশন নিয়ে দুনিয়ায় প্রকাশ্যে আসবে!!কিন্তু সে তো দুনিয়াতেই আছে। আর তার ভীষণ বাস্তবায়নে একটি অগ্রগামী বাহিনী থাকবে আমরা বলি New World order নতুন বিশ্বব্যবস্থার আড়ালে এটি একটি দাজ্জালালি সভ্যতা বাস্তবায়নের এজেন্ডা। আর আধুনিক দুনিয়ার আড়ালে এটি সভ্যতা ধ্বংসের এক বিধ্বংসী খেলা। এটি যারা বাস্তবায়ন করার কাজে নিয়জিত এরা মূলত দাজ্জালের সেই অগ্রগামী বাহিনী।
কখনো কি ভেবে দেখেছেন রাসুল সাঃ বলেছেন তোমরা দাজ্জালের দেখানো জান্নাত নয় বরং তার জাহান্নামে ঝাঁপ দিও!! কিন্তু কেন? দাজ্জাল আশার আগেই পশ্চিমা শয়তানরা আধুনিকতার জান্নাতে আমাদের যেভাবে অভ্যস্ত করে ফেলতেছে এটা অশনি সংকেত!! বরং এই আধুনিকীতটাই হল জাহান্নাম, আর বিপরীতে যত বেশি ন্যাচারাল আপনার কাছে ওল্ড মনে হলে ও এটাই জান্নাত। সুস্থতা, মানসিক সুখ, সব কিছু (আধুনিক টেকনোলজি,ফেতনা, জীবন ব্যাবস্থামুক্ত )গ্রামেই পাবেন যদি ও গ্রামগুলো এখন শহরের পরিণত হচ্ছে। আর কথিত আধুনিকতার আড়ালে রয়েছে অসুস্থতা,ডিপ্রেশন, দুশ্চিন্তা ও মানুষিক অশান্তি।
আমি বর্তমান দুনিয়ায় কিছু সেলিব্রেটিদের দাজ্জালের গোলাম হিসেবে ঘোষণা দিয়েছি এর মধ্যে অন্যতম হচ্ছে দুনিয়ার জান্নাত নিয়ে বসে থাকা ইলন মাস্ক । এ সারির প্রথম ঘোষিত ব্যক্তিটি হলেন জর্জ ডব্লিউ বুশ, ইরাক আক্রমণের আগে বুশ বলেছিল আমি আমার প্রভুর আদেশে ইরাকে আক্রমণ করেছি। এটা এ শতাব্দীর নতুন ক্রুসেড।
যাই হোক ইলন মাস্ক আজকে কি ঘোষণা দিয়েছে জানেন? যদি ও আমি অবাক হইনি। তারা জানেন ইসা আঃ এর অগ্রগামী বাহিনী (ইনশাআল্লাহ) ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল না করতে পারলে থার্ড টেম্পল তৈরি করতে দেরি হয়ে যাবে। তাই তিনি তার পর্দার আড়ালের গুরুকে সামনে আনতে প্রতিরোধ যোদ্ধাদের পবিত্র ভূমি থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে । কিন্তু তা কি এতোই সোজা? আল্লাহর বাহিনীকে পরাজিত করবে কে? এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী একমাত্র আমাদের রবই চিরঞ্জিব, চিরস্থায়ী আমরা উনার কাছে আশ্রয় চাই। এর আগে ও বহু সুপার পাওয়াররা ধ্বংস হয়েছে দাজ্জালের ও ধ্বংস শুনিশ্চিত সাথে তার সাঙ্গ পাঙ্গরা।
তবে এ ঘোষনার মধ্য দিয়ে বড়ো কিছু ঘটতে যাচ্ছে লিখে রাখুন….. তাদের পরিকল্পনা অনেক ভয়ানক হবে এটা পরিষ্কার।